তোমাকে__প্রয়োজন 💔 part__01

 #তোমাকে__প্রয়োজন💔

#Written__by__Hiya_Chowdhury❣

#Part__01

কলেজের সবার সামনে পিয়াস কে প্রপোজ করে প্রীতি।💐 পিয়াস কলেজের ইংরেজি বিষয়ের টিচার।বিরুধী দলীয় ফ্রেন্ডসদের সাথে এক প্রকার Bet ধরেই পিয়াস কে কলেজের মাঠে সকালের সামনে প্রপোজ করতে হয় প্রীতির।


কলেজের মাঠে উপস্থিত সকল Students রা অবাক হয়ে প্রীতির দিকে তাকিয়ে আছে। আর বুঝতেই চেষ্টা করছে এসব কি হচ্ছে।হঠাৎ ই প্রীতির গালে ঠাস করে একটা পড়ে। সকল Students রা যেন থ হয়ে গেছে।😱😱 রুহী আর রিদিতা প্রীতির (Close Friend) তারা তো এমন কান্ডে যেন পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে।😵


পিয়াসঃ ছিঃ লজ্জা করে না তোমার? নিজের স্যার কে প্রপোজ করতে? এতো সাহস কোথায় পাও। স্যার রা বড়দের মতো। গুরুজন দের সম্মান করতে হয় বুঝেছো? এসব প্রেম টেম নয়। বেশ কয়দিন থেকে খেয়াল করছি তুমি ফাইজলামি করো। এসবের মানে এটা তাহলে?😡 বাসায় বাবা-মা নেই। কমন সেন্স বলতে ও কিছু থাকা দরকার বুঝলে? তোমাদের মতো ফাজিল মেয়েদের জন্য এসব কলেজ নয়। আমি আজি হ্যাড স্যারের সাথে কথা বলবো। আজকে যে থাপ্পড় টা দিলাম আশা করি এমন কাজ আর ২য় বার করার আগে অন্তত ১ হলেও ভাববে।😡 স্টুপিড গার্ল😡😡 তোমাকে যেন আমি আর কক্ষনো আমার চোখের সামনে ও না দেখি।


প্রীতির পুরো শরীর যেন অবশ হয়ে আসছে। পিয়াস এমন রিয়েক্ট করবে প্রীতি কখনো ভাবে নি। সে ভাবতো হয়তো পিয়াস ও তাকে ভালোবাসে কিন্তুু সবি ভুল ছিলো।পিয়াসের প্রত্যেক টা কথায় প্রীতির মন ভেঙ্গে গেছে। চোখের পানি ও যেন বাধ মানছে না। টুপটুপ করে চোখের পানি গড়িয়ে পড়ছে মাঠের বুকে গড়ে ওঠা ঘাসদের বুকে। প্রীতি মাথা নিচু করে আছে।😢


প্রীতির বিরুধী দলের অর্থাৎ নিপা,রিতু,শিলা এরা ৩ জন বেশ খুশি।রিতু ওদের লিডার।রিতু ও পিয়াস কে লাইক করে। তাই ও প্রীতির সাথে bet ধরে। ওরা ভেবেছিলো ওরা Bet এ হেরে যাবে কিন্তুু এ তো পুরাই বিপরিত😂😂।


রিতুঃ 😂😂 ইয়াহু আমরা জিতে গেলাম।


শিলা-নিপাঃ😅😅


পিয়াস প্রীতি কে অনেক গুলো কথা শুনিয়ে অনেক টা রেগে ও খান থেকে চলে যায়।মাঠের উপস্থিত সকল Students রা প্রীতি কে গাল মন্দ করছে। একেক জন একেক কথা বলছে। রুহী আর রিদিতা দৌড়ে প্রীতির কাছে আসে।


রহীঃ প্রীতি প্লিজ আর কাঁদিস না।😓😓


নিপা রিতু আর শিলা ওদের দিকে এগিয়ে আসে।


রিতুঃ কিরে হেরে গেলি তো😂। খুব তো লাফাচ্ছিলি জিতবি বলে কোথায় গেলি রে তোর সেই লাফালাফি।😂


শিলাঃ বেশ উড়লে এমনি হয় বুঝলি তো।😆


নিপাঃ এবার একটু কিছু কমন সেন্স মাথায় ঢুকাস হা হা হা😅


রহীঃ এই তোদের লেকচার দেওয়া শেষ হলে এখন তোরা যেতে পারিস😠


রিতুঃ😅


রিদিতাঃ তোদের জন্য এমন টা হয়েছে। তোরা প্রীতি কে যা নয় তা বলে ওকে এই কাজ করতে বাধ্য করেছিস। তোদের ও এর জন্য শাস্তি ভোগ করতে হবে দেখে নিস।😡


রহীঃ এক জনের দুঃখ দেখে হাসছিস তো দেখিস এর ফল ও ভালো হবে না।😠


রিতু-শিলা-নিপাঃ ফলাফল😆😅


রিতুঃ আরে তোরা কি আমাদের কে প্রীতির মতো বোকা পেয়েছিস নাকি?😂


নিপাঃ তোদের কথা ভাব আমাদের কথা তোদের না ভাবলে ও চলবে😂


রহীঃ যাবি তোরা এখন থেকে?😠


শিলা-নিপাঃ হ্যাঁ রে যাচ্ছি😅


রিতুঃ সকাল সকাল এমন সিনেমা ভালোই হলো কি বলিস তোরা?😄


নিপা-শিলাঃ একদম ঠিক বলেছিস😂


রিদিতাঃ😠😠


ওরা ৩ জন চলে যায়। প্রীতি সেই একি মাথা নিচু করে কাঁদছে।রিদিতা আর রুহী প্রীতি কে শান্তনা দিচ্ছে। প্রীতি বেশি কান্না করলে হিচকি উঠে যায়।


আজকে ও তার ব্যাতিক্রম নয়। প্রীতির হিচকি উঠে। রুহী প্রীতি কে নিয়ে মাঠের এক পাশে একটি বেঞ্চিতে বসে। রিদিতা পানি আনতে যায়। রিদিতা পানি নিয়ে আসলে প্রীতি পানি খেয়ে একটু স্বাভাবিক হয়। চোখ মুখ ফুলে গেছে। ফর্সা চেহারা লাল রক্ত বর্ণ ধারন করেছে। থাপ্পড় মারায় গালে পাঁচটা আঙ্গুলের দাগ বসে গেছে।


রহীঃ প্লিজ আর কাঁদিস না। যা হয়েছে সব ভুলে যা।😢


রিদিতাঃ হ্যাঁ রে প্রীতি সব দুঃস্বপ্ন ভেবে ভুলে যা।😓


প্রীতিঃ নাহ্ স্যার তো ঠিকি বলেছে। আমার আসলেই কমন সেন্স বলতে কিছু নেই। আর এই কলেজে ও থাকার অধিকার নেই। স্যারের বলা সব কথা গুলোই সত্যি😶। নিজেকে পরিবর্তন করা দরকার।😐


রহীঃ প্রীতি রাগ বা অভিমানের বসে মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে।


রিদিতাঃ হুম তাই প্রীতি তুই ও এখন কোনো সিদ্ধান্ত নিস না। জানি তোর স্যারের উপর খুব অভিমান জমেছে। কিন্তুু আমি জানি স্যারের প্রতি তোর ভালোবাসা টা কমে নি। স্যার কে তুই এখনো ভালিবাসিস। তাই এটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যা প্লিজ।


প্রীতিঃ না রে দুঃস্বপ্ন না এতো সত্যি। আর স্যারের প্রতি আমার না আছে কোনো অভিমান না আছে কোনো অভিযোগ। সব শেষ।🙂আচ্ছা শোন আমি আসো রে। আমার আরো অনেক কাজ বাকি আছে।🙂


রহী-রিদিতাঃ প্রীতি তুই নিজের কোনো ক্ষতি করবি না আমাদের মাথা ছুঁয়ে কসম কর।


প্রীতিঃ আরে তোরা পাগল নাকি?😑 নিজের কেনো ক্ষতি করতে যাবো।


রহীঃ তাও কসম কর।


প্রীতিঃ আচ্ছা কসম। এবার আমি যাই। 🙂


রহী-রিদিতাঃ আমরা ও বাসায় চলে যাবো চল।


প্রীতিঃ না তোরা ক্লাস কর। আজকে তো important ক্লাস ও আছে।


রিদিতা-রুহীঃ কিন্তুু তোর থেকে বেশি important না। চল তুই।


প্রীতিঃ আচ্ছা ঠিক আছে চল।


ওরা ৩ জন বাসা উদ্দেশ্যে রওনা দেয়।আর এদিকে ক্লাস শুরু হয়। রিতু-শিলা-নিপা বেশ খুশি মনেই আছে। কারণ তারা bet winor.

পিয়াস ক্লাস করতে এসে দেখে প্রীতির সহ ওর ২ সঙ্গি নেই। হয়তো চলে গেছে। বেশ ভালোই হয়েছে নয়তো পিয়াস নিজেই প্রীতি কে ক্লাস থেকে বের করে দিতো।


#To_be_continue


#তোমাকে__প্রয়োজন💔

#Written__by__Hiya_Chowdhury❣

#Part__01

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Smartwatch

Random Products